সাইফুর রহমান পারভেজ রাজবাড়ী প্রতিনিধি।।
জুতার মধ্যে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকা হতে ১৮৬১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-১০।
সোমবার (৪ঠা ডিসেম্বর) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে ফরিদপুর র্যাব -১০ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ৩রা ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ কৌশলে জুতার সোলের মধ্যে লুকায়িত অবস্থায় আনুমানিক ৫ লাখ ৫৮ হাজার ৩০০ টাকা মুল্যের ১৮৬১পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম (৩০),কে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সে বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ি থানার আজু খাইয়া গ্রামের দিল মোহাম্মদ এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শাহ আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।