মোঃ সালাউদ্দিন, স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী বিএনপির আহুত অবরোধ ও হরতালে গত ২৬ নভেম্বর খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় সরকারি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তেরা। এতে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেলপার শ্রমিক মো. বেলাল হোসেন। আর এ ঘটনার প্রতিবাদ এবং অবৈধ অবরোধ, হরতালের বিরুদ্ধে গণজাগরণের লক্ষ্যে গুইমারা উপজেলা আ.লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের, সমীরণ পাল, সাংগঠনিক সম্পাদক, মোঃ ইব্রাহিম মীর, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল, জাতীয় শ্রমিক লীগ গুইমারা উপজেলা শাখার সভাপতি শুভাস দত্ত, সা: সম্পাদক নুরুন্নবী চৌধুরী রুবেল, উপজেলা ছাত্র লীগ সভাপতি- রেজাউল করিম শুভ, সা: সম্পাদক সাচিং মারমা, সাংগঠনিক সম্পাদক সজিব, হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
সমাবেশে বক্তারা, বিএনপি জামায়াত কর্তৃক অবৈধ হরতাল ও অবরোধের নামে আগুন সন্ত্রাসে পরিবহন শ্রমিক বেলাল হোসেন নির্মম হত্যাকান্ডের শিকার। অনতিবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত