আনিসুর রহমান,রাজারহাট কুড়িগ্রাম
প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করবে এসডিজি অর্জন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৩ উপলক্ষ্যে কুড়িগ্রামে র্যালী, আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্ন কুড়ি মিলনায়তনে ৩ ডিসেম্বর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং সাইট সেভার্স এর সহযোগিতায় ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় বণার্ঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৩০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, টয়লেট চেয়ার, ওয়াকার, স্মার্ট সাদাছড়ি ও ক্রাচ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মুদাচ্ছির বিন আলী, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক রোকনুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ আরিফুর রহমান, হ্যান্ডিক্যাপ এর রিহ্যাবিলিটেশন হাবিবা আক্তার, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসিমুল হাসান, সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, সিডিডি’র ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল মান্নান, দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকার, জেলা কো-অর্ডিনেটর মোছাঃ শেফালী বেগম, আইটি সেকশন অফিসার মমিনুল ইসলাম মমিন,অডিট অফিসার ইমরান সরকার, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার আব্দুল গফুর, মরিয়ম চক্ষু হাসপাতালের এক্সিকিউটিভ (এডমিন) সুমন কুমার বর্মন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত