প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৩, ২:০৪ পি.এম
সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে মানিকছড়ি উপজেলা ও মাটিরাঙ্গা উপজেলার মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে গোল শূণ্য থাকায় ট্রাইবেকারে মানিকছড়ি উপজেলাকে হারিয়ে জয় লাভ করে মাটিরাঙ্গা উপজেলা।
শনিবার বিকাল ৩টায় মানিকছড়ির রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।
এসময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, লক্ষ্মছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল এইচ এম জোবায়ের, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন সহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা প্রধান অতিথি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত