মো: হাবীব আজম: ব্যুরো প্রধান, রাঙামাটি:
অদ্য (২ডিসেম্বর) শনিবার সকালে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বছর পূর্ণ হলো। গত ২ ডিসেম্বর ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন বিশ্বের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। এরই ধারাবাহিকতায় সরকার পার্বত্য চট্টগ্রামে সকল ধরণের উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে আসছে। ধারাবাহিক এই উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা রক্ষার পাশাপাশি ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে যথেষ্ট অবদান রেখেছে। এই উন্নয়নের অংশ হিসেবে রাঙামাটি রিজিয়নের আওতাধীন পাহাড়ী- বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করা হয়েছে।
"বাংলাদেশ সেনাবাহিনী একটি বৈষম্যহীন প্রতিষ্ঠান"। বাংলাদেশ সেনাবাহিনী জাতী,বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী-উপজাতী ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দূর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরণের সেবা মূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত