সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার যৌনপল্লিতে যৌনকর্মীদের নিয়ে ২ঘন্টা ব্যাপি যৌন সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১লা ডিসেম্বর বিকালে যৌনপল্লির আয়ুব মেম্বার বাড়ীর নিজ তালায় এ সভা অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।
এসময় তিন শতাধিক যৌনকর্মীদের উপস্থিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়, এর মধ্যে উল্লেখ্য যোগ্য হলোঃ- ১৮ বছরের কম বসয়ী কোন মেয়েকে দিয়ে কোন বাড়ীওয়ালী যৌনকাজ করতে পারবে না। যৌনকর্মীদের ছেলেমেয়ের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য পায়াক্ট বাংলাদেশ,অসহায় নারী ঐক্য সংগঠন সহ একাধিক দাতা সংস্থার অর্থায়ানে পরিচালিত সংগঠনগুলো কাজ করবে। এছাড়াও নতুন কোন মেয়েকে যৌনপল্লিতে ছুকরী হিসেবে যৌন পেশায় যৌনকাজে নিয়োজিত করা যাবে না।
এতে প্রধান অতিথি হিসেবে মোঃ ইফতেখারুজ্জান, অতিরিক্ত পুলিশ সুপার রাজবাড়ী,অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী জুমুর বেগম,মজিবার রহমান জুয়েল,ম্যানেজার পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়া শাখা সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও পিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্ত উপস্থিত ছিলেন।