আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে সাংবাদিকদের এমন তথ্য জানান, কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান। এসময় তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ২৩টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা ছাড়াও ৩০ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লায় সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে। এ আসনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে কুমিল্লা- ৬ (সদর) আসনে। এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী।
কুমিল্লার ১১টি আসনের প্রতিটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ১১টি আসনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরাও। এছাড়া জেলার ১১টি আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী ৫ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) ৭ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ৩ জন, ইসলামী ঐক্যজোটের ৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ২ জন, জাকের পার্টির ১০ জন, গণফোরামের ৩ জন, তৃণমূল বিএনপির ৫ জন, গণফ্রন্টের ৪ জন, বাংলাদেশ কল্যাণ পার্টির ১ জন, বাংলাদেশ পিপলস পার্টির ১ জন, বাংলাদেশ কংগ্রেসের ৫ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৪ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) ২ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ২ জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ২ জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ৩ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ১ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১ জন, বাংলাদেশের ওয়াকার্স পার্টির ১ জন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ১২ জন, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে ১২ জন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১৪ জন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১৪ জন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১১ জন, কুমিল্লা-৬ (সদর) আসনে ৬ জন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ১০ জন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ১৫ জন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ৯ জন, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-নাঙ্গলকোট-লালমাই) আসনে ৭ জন এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে নির্দিষ্ট সময় মনোনয়নপত্র নিয়ে হাজির না হওয়ায় ৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা নেননি রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন- কুমিল্লা-৫ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. জিয়াউল হক, গণফ্রন্টের আবুল কালাম ইদ্রিস, বাংলাদেশ কংগ্রেসের মো. হুমায়ুন কবির ও বিকল্পধারা বাংলাদেশের হোসেইন সরকার, কুমিল্লা-৭ আসনে সুপ্রিম পার্টির মো. সেলিম, কুমিল্লা-১০ আসনে বাংলাদেশ কংগ্রেসের আরিফুর রহমান, কুমিল্লা-৪ আসনে জাসদের মুনিরুল ইসলাম, এবং কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া মাসুদ। জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মু. মুশফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের সময়সীমা অনুযায়ী না আসায় আট প্রার্থীর মনোনয়নপত্র জমা নেয়া সম্ভব হয়নি। এছাড়া যারা নির্বাচনী আচরণ বিধি অমান্য করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত