• বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
৪ দফা দাবিতে সচেতন নাগরিক সমাজ নেতৃবৃন্দের সমাবেশ বুধবার যষ্ঠী: কাপ্তাই উপজেলায় এই বছর ৮ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে পর্যটক খরায় কাপ্তাই পর্যটন শিল্পে চলছে মন্দাভাব  রাজস্থলীতে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ৪টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা শুরু কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে হেডম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময় কাপ্তাই সেনা জোনের উদ্যোগে  শারদীয় দুর্গোৎসব  এবং কবরস্থান সংস্কারে সহায়তা প্রদান বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত লংগদুতে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন বান্দরবানে ডেঙ্গু আতঙ্ক, বাড়ছে রোগীর সংখ্যা শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ  মানিকছড়িতে প্রবীণ পল্লী চিকিৎসকের মৃত্যুতে শোক

সকলের কল্যানে সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়ন একই সাথে কাজ করছে…লেঃ কর্ণেল হিমেল

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি) / ২২৫ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

মোঃ আলমগীর হোসেন, লংগদু(রাঙ্গামাটি) 

রাঙামাটির লংগদুতে ৩৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের স্বতন্ত্র ব্যাটালিয়ন আনসার ক্যাম্প সমূহের নিরাপত্তা বেষ্টনী, কোথ মেরামত,আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণ সংস্কার, সৌন্দর্য্যবর্ধন উদ্বোধনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের এসব কথা বলেন লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি ।

বৃহষ্প্রতিবার(৩০ নভেম্বর), লংগদু উপজেলার বাইট্টাপাড়াস্থ ৩৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের মিলনায়তনে ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩৮আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, এএসএম আজিম উদ্দিন পিভিএমএস, এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে জুম এ ভার্চুয়ালী উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক, মোঃ সাইফুল্লাহ্ রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু সেনা জোনের (৩বীর) কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি। বক্তব্যে তিনি বলেন, পাহাড়ী বাঙ্গালী সকলের নিরাপত্তায় সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়ন সহ সকল বাহিনী একই সাথে কাজ করে যাচ্ছি। সকল বাহিনীর আত্বত্যাগ এ অঞ্জলে শত বছরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। এখানে আমরা সকল নিরাপত্তা বাহিনী এক পরিবারভুক্ত সদস্যের মতো। পাহাড়ী বাঙ্গালী সবাই যাতে নিরাপদে বসবাস করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে কাজ করে সেটাই আমাদের লক্ষ্য।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, তিনি বলেন,সেনাবাহিনী আনসার ব্যাটালিয়ন, পুলিশ সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর কারনে অত্র এলাকার জনসাধারণ শান্তিতে বসবাস করছে। তাই অত্র উপজেলার জনসাধারণ আপনাদের পাশে অতিতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বক্তব্যে বলেন,আনসার ব্যাটালিয়ন উপজেলা নির্বাহী কার্যালয়ের নিরাপত্তা সহ বেশির ভাগ সময় আনসার ব্যাটালিয়নের সাথে কাজ করতে হয়। আনসার ব্যাটালিয়ন সার্বক্ষনিক আমাদের সাথে থেকে কাজ করছে তাই উপজেলা নির্বাহী কার্যলয় আপনাদের যে কোন প্রয়োজনে পাশে থাকবে।

অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন ব্যাটালিয়নের সিএ ও কোম্পানী কমান্ডার মোঃ আরিফুল ইসলাম। এছাড়াও ৩৮ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক, মীরবহর শাহাদাৎ হোসেন বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে ব্যাটালিয়ন অধিনায়ক জনাব এএসএম আজিম উদ্দিন পিভিএমএস, বলেন, ক্যাম্প ও ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করন ও সেনাবাহিনীর সাথে আনসার ব্যাটালিয়ন সদস্যগণ কাঁধে কাধ মিলিয়ে দায়িত্ব পালন করছে।

অনুষ্ঠানে স্বতন্ত্র ব্যাটালিয়ন আনসার ক্যাম্প সমূহের নিরাপত্তা বেষ্টনী, কোথ (অস্ত্রাগার) মেরামত, আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণ, সংস্কার, সৌন্দর্য্যবর্ধন প্রকল্প বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিজয়ের মাস সন্নিকটে হওয়ায়, ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করন ও সেনাবাহিনীর পাশা-পাশি ব্যাটালিয়ন আনসার সদস্যগণ কাঁধে কাধ মিলিয়ে দায়িত্ব পালন ও পাহাড়ী ও বাঙ্গালীদের সাথে পেশাদারিত্বের সাথে জনসাধারনের সেবা ও পাশে দাড়ানোর জন্য নির্দেশনামুল বক্তব্য প্রদান করেন।

উক্ত অতিথিগণ অনুষ্ঠানে সেচ্ছাশ্রম ও বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ২৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্যকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ