খাগড়াছড়ি জেলা সদরের মধ্য শালবন ৬নং পৌর ওয়ার্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে বৃষ্টিকে উপেক্ষা করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও।
শুক্রবার(১৬ জুলাই) বেলা ১২টার দিকে সদরের মধ্য শালবন (মডেল মসজিদ গ্যাপ) চাঁদের গাড়ির ড্রাইভার শাহ-আলমের বসত ঘরে হাঠাৎ আগুন লাগে। পুড়ে যায় ঘরের যাবতীয় মালামাল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ পেয়েই জেলা প্রশাসকের নির্দেশে তাৎক্ষনিক বিকেল ৫টার দিকে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন। বৃষ্টিকে উপেক্ষা করেই দাঁড়ালেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে।
শাহ- আলমের বিধবা মা তৈইনজুবেন্নেছার হাতে তুলে দিলেন শুকনো খাদ্যসমগ্রী, নগদ ৯হাজার টাকা এবং ৩বান্ডিল ঢেউটিন। সে সাথে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর নির্মাণ করে দেয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
এর আগে খাদ্য সহায়তা নিয়ে পরিবারটির প্রতি ভালোবাসার হাত বাড়ান স্থানীয় ৬নং পৌর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, ইউএনও মাহফুজা মতিন এবং মানবিক কাউন্সিলর রেজাউল করিম এর প্রতি আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতা জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত