সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি
রাজবাড়ী-১ আসনের দীর্ঘ দিনের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করলেন রাজবাড়ী -১ আসনের সাবেক সাংসদ কাজী কেরামত আলী।
বৃহস্পতিবার (৩১ নভেম্বর) বেলা একটায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর কক্ষে মনোনয়ন পত্র দাখিল করলেন। পরে উপজেলা পরিষদের কক্ষে উভয় গ্রুপের নেতাকর্মীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
জানাযায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও বর্তমান সংসদ সদস্য কাজী কেরামত আলী দুজনেই মনোনয়ন পত্র প্রত্যাশি ছিলেন এবং মনোনয়নকে দুই গ্রুপের দ্বন্দ্ব ছিল প্রকাশ্যে। এবং ধারণা করা হয়েছিল ছোট ভাই কাজী ইরাদত আলী বিদ্রোহী প্রার্থী হবেন। কিন্তু সব দ্বন্দের অবসান ঘটিয়ে দুই ভাই একসাথে হাত উঁচিয়ে সবার কাছে নৌকাকে বিজয়ী করতে সহযোগিতা চান।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র গোয়ালন্দের পৌরসভা শেখ নিজাম।পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান।
এসময় রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী কেরামত আলী বলেন আজ থেকে আমাদের আর কোন দ্বন্দ্ব নেই। আমরা সবাই একসাথে মিলে মিশে কাজ করবো।কোন দ্বিধা দ্বন্দ্ব থাকবে না।