মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)
২৯ নভেম্বর ২০২৩, রাঙ্গামাটি: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙ্গামাটি এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন সীমা দেওয়ান। আজ বুধবার সন্ধ্যায় (২৯ নভেম্বর ) অনুষ্ঠিত সনাকের নিয়মিত সভার মাধ্যমে তাকে অন্তর্ভুক্ত করা হয়। তিনি পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক রাঙ্গামাটিপার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রয়াত ড. মানিকলাল দেওয়ানএর জ্যেষ্ঠা কন্যা। তিনি এর আগে ২০২০ সাল পর্যন্ত সাভার সনাকে সদস্য হিসেবে দায়িত্ব পালন করে রাঙ্গামাটিতে স্থায়ী বসবাসের দরুণ সদস্য পদ থেকে অব্যহতি নিয়েছিলেন।
উল্লেখ্য, সচেতন নাগরিক কমিটি (সনাক) দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠারব্রত নিয়ে রাঙ্গামাটিতে শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সেবার মান উন্নয়ন এবং দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে আরো বেগবান করার জন্য কাজ করছে।
গণমাধ্যমের সাথে যোগাযোগ করেছেন বেনজিন চাকমা, এরিয়াকোঅর্ডিনেটর-সিই, ট্রান্সপারেন্সিইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সচেতননাগরিক কমিটি (সনাক), রাঙ্গামাটি,
মোবাইলনং ০১৭৩০৭২৬৭২৯