স্টাফ করেসপন্ডেন্ট:
পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় চালবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলার এজহারভূক্ত আসামীসহ বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে গুইমারা থানা পুলিশের অভিযানে গুইমারা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব) জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত আঃ রশিদের পুত্র আঃ লতিফ ও তার (আঃ লতিফ) পুত্র মেহেদী হাসান বিজয়, গিয়াস উদ্দিন এর পুত্র আঃ আজিজ, পশ্চিম বড়পিলাক এলাকার বাসিন্দা মোসলেম মুসল্লির পুত্র মুক্তার আলী, বড়পিলাক এলাকার বাসিন্দা মৃত সাহেব আলীর পুত্র মোঃ সাইদুল ইসলাম এবং হাফছড়ি জোঁড়া খাম্বা এলাকার বাসিন্দা বাবুল খাঁ কে গ্রেফতার করা হয়।
আটককৃত সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র নেতাকর্মী বলে জানা গেছে।
বিএনপি'র নেতাকর্মীদের
আটকের বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর বলেন, গত ২৬ নভেম্বর গুইমারা’র হাফছড়ি এলাকায় ট্রাকে আগুনের ঘটনায় এজাহারভূক্ত আসামীসহ ৬ জনকে আটক করা হয়েছে।
বিএনপি'র নেতাকর্মীদের আটকের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গুইমারা উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ। তিনি বলেন, ট্রাকে আগুন বা নাশকতার সাথে আমাদের কোনো নেতাকর্মী জড়িত নয়। নির্দোষ নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট অভিযোগে হয়রানিমূলকভাবে গ্রেফতার করেছে পুলিশ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত