মো: আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধি:
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে খেদাছড়া ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে জোন এলাকার পাহাড়ী- বাঙ্গালীদের মাঝে ১৮ বান ঢেউটিন, চিকিৎসার জন্য আর্থিক অনুদান, শিক্ষার্থীদের মাঝে খেলাধূলা সামগ্রী এবং ২০টি পরিবারের মাঝে ১ লক্ষ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানসহ সর্বমোট ৩,৩৮,৪০০/- টাকার বিভিন্ন প্রকার অনুদান প্রদান করেন, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি,
এসময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মোঃ সাবেরিজ্জামান, এএমসি, সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন, ভারপ্রাপ্ত সুবেদার মেজর মো: আলতাফ হোসেন সহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন ও সুবিধাভোগীররা উপস্থিত ছিলেন।
মানবিক কর্মসূচীতে পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি, বলেন,
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত