সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শিশু ও নারীদের অধিকার আদায়ে কাজ করা সংস্থা মুক্তি মহিলা সমিতি -এম এম এস এর আয়োজনে এবং সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা তেরে দেস হোমস ( টি ডি এইচ) এর সহযোগিতায় নারী ও শিশুর সুরক্ষা ও ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর বারোটায় এমএমএস কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিন তারান্নুম হক, আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, ফিল্ড কো-অর্ডিনেটর তেরে দেস হোমস ( টি ডি এইচ) এর জিনিয়া আফরোজ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বিন্দু।
মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মর্জিনা বেগম। এ-সময় নারী ও শিশুর সুরক্ষা ও ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন কর্মসুচীর বিষয়ে ধারণা প্রদান করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত