আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
এইচএসসি ও আলীম পরীক্ষায় লাকসামে ২ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এতে জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল জানান, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় লাকসামে ৯ টি কলেজে ১ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১ হাজার ৬৮০ জন। এতে পাশের হার ৮৬ দশমিক ৮৬ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় ৮ টি মাদ্রাসায় ৩৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৩৪ জন শিক্ষার্থী। এতে পাশের হার ৯৭ দশমিক ৩৮। এবার ৯ টি কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন এবং ৮ টি মাদ্রাসায় আলীম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৫ জন শিক্ষার্থী।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত