• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত-পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর গোয়ালন্দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন  বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা সম্পন্ন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন  পার্বত্য চট্টগ্রামে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও ৮ টফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা বিতরণ ঢাকা মহানগরে পিসিসিপি আংশিক কমিটির আত্মপ্রকাশ দুই মাসের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিষ্ঠানে সংবর্ধিত শিক্ষক রোমানা পার্বত্য জেলায় দ্রুত নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত খাগড়াছড়িতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে গুইমারাতে “এক টাকায় বাজার”

টাঙ্গাইলে গাভীর দুধ না কেনায় ব্যবসায়ীদের মারধর, থানায় অভিযোগ

হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ / ২৬৬ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

টাঙ্গাইলের কালিহাতীতে গাভীর দুধ ক্রয় না করায় ঘোষ সম্প্রদায়ের ব্যবসায়ীদের ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। এতে উপজেলার হিন্দু সমাজের মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

এ ঘটনায় বুধবার রাতে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর নতুন বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে যায়, গ্রাম্য রেষারেষিতে দেউপুর বাজারটি ভেঙ্গে প্রায় ১কি.মি দুরে আরেকটি নতুন বাজার সৃষ্টি হয়। ঘোষ সম্প্রদায়ের ব্যবসায়ীরা দুই বাজার থেকেই ক্রেতাদের কাছ থেকে নিয়মিত গাভীর দুধ ক্রয় করে আসছেন।
এদিকে দেউপুর দক্ষিণ পাড়ার আনিছুর রহমানের ছেলে কামাল হোসেনসহ কয়েকজন ব্যক্তি শুধু নতুন বাজার থেকে দুধ ক্রয় করতে ঘোষ সম্প্রদায়ের ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করেন।
প্রতিদিনের মত ওই দিন সকালেও নতুন বাজার থেকে দুধ ক্রয় করে পুরাতন বাজারে যাওয়ার জন্য রওনা হলে এতে ক্ষুব্ধ হয়ে কামাল হোসেন লাঠি দিয়ে পিটিয়ে প্রথমে সম্ভু ঘোষ ও রনি ঘোষকে গুরুতর আহত করেন। তাদের মারধর থেকে বাঁচাতে গেলে বলাই ঘোষ, গোপাল ঘোষ সহ আরও কয়েক জনকে বেধরক পিটিয়ে আহত করে। এ সময় কামালের সহযোগীরাও উপস্থিত ছিল।

পরে আহত দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগকারী সম্ভু ঘোষ বলেন, কামাল হোসেন দীর্ঘদিন যাবত আমাদের অত্যাচার করে আসছে। একই সময়ে দুই বাজার অনুষ্ঠিত হওয়ায় নতুন বাজার থেকে দুধ কিনে নিয়ে আমরা পুরাতন বাজারে গিয়ে দুধ পাইনা। এদিকে কামালসহ কয়েকজন আমাদেরকে পুরাতন বাজারে যেতে বাঁধা সৃষ্টি করে। আবার নতুন বাজারে দুধ কিনতে গেলেও আমাদের কাছ থেকে প্রতিদিন একশত টাকা করে চাঁদা দাবী করেন। সেটা না মানার কারণে পরিকল্পিতভাবে আমাদের মারধর করা হয়। আমরা এর বিচার চাই।

অভিযুক্ত কামাল হোসেন মারধরের ঘটনাটি অস্বীকার করেছেন।

এ বিষয়ে সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, ঘটনাটি আমি স্থানীয়দের কাছ থেকে শুনেছি এবং অতি দ্রুত বিষয়টি মীমাংসা করার চেষ্টা করতেছি।

এ বিষয়ে কালিহাতী উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ সেন বলেন, ঘটনাটি শুনে মর্মাহত হয়েছি। অপরাধী যেই হোক না কেন প্রশাসনের কাছে তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ