সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৪ নভেম্বর গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া কাঁচা বাজার মাষ্টার বোডিং এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ রাসেল শেখ(২৬), পিতা-মোঃ মহরম শেখ , গ্রাম- বাড়ইপাড়া , থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ী ৫.২ (পাঁচ দশমিক দুই) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। মাদক ব্যবসায়ী মোঃ রাসেল শেখ(২৬) এর পূর্বের আরো ০১ টি মাদক মামলা রয়েছে। ২৪ নভেম্বর, ২০২৩, ২২.১০ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া সাকিনস্থ মনোরমা সিনেমা হলের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ নোয়াই খাঁ (২৭), পিতা-মোঃ সাফাই খাঁ , গ্রাম- চর কর্নেশন, থানা- গোয়ালন্দ, জেলা –রাজবাড়ীকে ০৪ (চার) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। এছাড়াও ২৪ নভেম্বর, ২০২৩, ২২.৪৫ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া বাজার এলাকা সোনার বাংলা সুপার মার্কেটের পেছনে ধৃত আসামী মোঃ সেলিম খাঁ (৪০) এর বসত বাড়ীর উঠান হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ সেলিম খাঁ(৪০), পিতা-মৃত জলিল খাঁ গ্রাম- দৌলতদিয়া বাজার এলাকা, থানা- গোয়ালন্দ, জেলা –রাজবাড়ীকে ০৩ (তিন) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।
এ ব্যাপারে গোলন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আসামীদের বিরুদ্ধে তিনটি পৃথক পৃথক মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।