বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষার্থে চায়না জাল ব্যবহার করার কোন অনুমতি নেই। তাইতো অনুমোদনহীন এই জাল ব্যবহারের উপর আরোপ করা হয়েছে বিশেষ ভাবে নিষেধাজ্ঞা।
এরই পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ এই চায়না জাল ব্যবহারের অপরাধে টাঙ্গাইলে প্রায় এক লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে করটিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রায় এক লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
এ অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার খায়রুল ইসলাম আই নিউজ বিডি কে জানান, চায়না জালের বিরুদ্ধে দেশব্যাপী চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে আমাদের এ অভিযান। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে চায়না জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। পরবর্তীতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত