• শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মাইসছড়িতে মহালছড়ি উপজেলার বিএনপির দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান গুইমারায় পূজামন্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার উপহার বাবদ এক লাখ টাকা আর্থিক অনুদান মানিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী গোয়ালন্দে ভাঙন প্রতিরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় রীতিতে ভাবগাম্ভীর্যে নানা উপাচারে খাগড়াছড়িতে অষ্টমী পূজা পালিত খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  লংগদুতে পূজা মন্ডব পরিদর্শনে জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনায় মহালছড়ি এক যুবকের মর্মান্তিক মৃত্যু ওয়াদুদ ভুইয়ার শারদীয় উপহার নিয়ে মন্ডপে মন্ডপে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাটিরাঙ্গায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতৃবৃন্দ বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে তিনটি পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস সাজেকে পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোন

রাজবাড়ী পদ্মানদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ প্রতিনিধি।। / ১৩৪ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

 

সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি।।

উচ্চ আদালতের আদেশ অমান্য করে দীর্ঘদিন যাবত পদ্মনদী থেকে উত্তোলন করা হচ্ছে অবৈধ বালু। এ নিয়ে বারবার বিভিন্ন জাতীয় গণমাধ্যম ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রচারিত হলে আইনি কোন প্রকার ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবৈধ বালু উত্তোলন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন নিরবতা বা দায়িত্বহীনতার কারণ’কে, সুযোগ মনে প্রভাবশালী একটি মহল রাতারাতি কামিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা।

বৃহস্পতিবার ২৩শে নভেম্বর বিকালে রাজবাড়ীর লালগুলা এলাকায় অবৈধ বালুবাহী প্রায় শতাধিক ভাল্বগেট নোঙর করে থাকার এমন দৃশ্য চোখে পড়ে সাধারণ মানুষের। এমন ঘটনায় অত্র এলাকায় চাঞ্চলের সৃষ্টি হলে, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সাংবাদিকরা। পরে এক প্রশ্নে ভাল্বগেট চালকদের জিজ্ঞেসা করা হয়, আপনার এখানে নোঙর করে বসে আছেন কেন? এমন প্রশ্নের জবাবে তারা জানান, দৌলতদিয়া ঘাট এলাকায় নৌপুলিশ রয়েছে, তাই এখানে নোঙর করে দাঁড়িয়ে আছে। গভীর রাতে সুযোগ বুঝে বালুবাহী ভাল্বগেট নিয়ে গন্তব্যে
চলে যাবো। তখন পাল্টা প্রশ্ন করা হয়,নৌপুলিশ আছে তাতে সমস্যা কি? তারা উত্তর বলেন, এই বালু পাবনার তারাপুর হতে উত্তোলন করা হয়েছে। যার কোন সরকারী অনুমতি নেই। তাই নৌপুলিশ ধরতে পারলে জরিমানা সহ মেরিন আইনে মামলা দিয়ে ভাল্বগেট আটক করতে পারে।

উল্লেখ্য, উচ্চ আদালতের রায় অনুসারে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাট এলাকা হইতে পাবনার পাঁকশি পর্যন্ত পদ্মা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন, পরিবহন ও বালুবাহী ভাল্বগেট চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকলেও মানা হচ্ছে না তা। প্রকাশ্যে পাবনার তারাপুরে কোন রকম ইজারা ছাড়াই প্রতিদিন উত্তোলন করা হচ্ছে কোটি কোটি টাকার অবৈধ বালু। আর এসমস্ত বালু পরিবহনে ব্যবহার করা হচ্ছে শতাধিক অনিবন্ধিত ও ফিটনেস বিহীন ভাল্বগেটে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে মুন্সিগঞ্জ,চাদপুর,ভোলা সহ বিভিন্ন দেশের স্থানে। অবৈধভাবে বালু উত্তোলন ফলে একদিকে কোটি রাজস্ব হারাচ্ছে সরকার অন্যদিকে নদী ভাঙ্গনের কবলে পড়েছে রাজবাড়ী ও পাবনা সহ একাধিক জেলা।

এবিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জেএম সিরাজুল কবির এর মুঠোফোনের এই নাম্বারে বারবার ০১৭১১১৩৯০৪২ ফোন দেওয়া হলে, তার ফোনটি রিসিভ করেন

এএসআই নজরুল ইসলাম। পরে তিনি বলেন, স্যার অসুস্থ ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠলে আমি আপনাকে ফোব দিতে বলবো ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ