এফ এফ সিফাত হাসান,জেলা প্রতিনিধি,শেরপুর:
২৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় খাদ্য মন্ত্রণালয় থেকে সারাদেশের ন্যায় ভার্চুয়ালি শেরপুরেও চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার।
এ সময় শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে থেকে ভার্চুয়ালি যুক্ত হয় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, জেলা খাদ্য বিভাগের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা এলএসডি-১ মো. মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাসসহ জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা জানায়, চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযানে ৩০ টাকা কেজি দরে ৩ হাজার ৩২৩ মেট্টিক টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে ৭ হাজার ৯৮ কেজি চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর অ্যাপের মাধ্যমে এবার ধান ক্রয়ের আবেদন পড়েছে ৩২৭ জন কৃষকের। তবে জেলায় অ্যাপ ব্যবহারকারী কৃষকের নিবন্ধন করা হয়েছে ২২ হাজার ৫৩৯ জনের। জেলায় এবার আমন ধানের সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৯৯৮ মেট্টিক টন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত