মাদারীপুরে জাতীয়তাবাদী দল বি এন পির উদ্যোগে করোনা হেল্প সেন্টার গঠন করা হয়েছে। এতে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক স্যানিটাইজার, অক্সিজেন ও ঔষধ সেবা দেওয়া হবে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টায় পুরান বাজার বড় মসজিদ এলাকায় ড.লুৎফর রহমানের ব্যক্তিগত চেম্বারে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ডাক্তার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. লুৎফর রহমানের পৃষ্ঠপোষকতায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বি এনপি আহবায়ক এডভোকেট জাফর আলী মিয়া, জেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার জেলা বি। আহবায়ক পৌর বি এন পি শরিফ সাইফুল কবির, শহিদুল খান, মারুফ খান যুগ্ম আহবায়ক সদর উপজেলা বি এন পি, কামাল সরদার সাবেক সহ সভাপতি জেলা যুবদল, মনিরুজ্জামান ফুকু সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবদল, মিজানুর রহমান টিপু সাবেক প্রচার সম্পাদক সদর থানা বি এন পি, মিজান শিকদার সাংগঠনিক সম্পাদক সেচ্ছাসেবকদল মাদারীপুর জেলা, আরিফ সরদার যুগ্ম সাধারণ সম্পাদক সেচ্ছাসেবকদল মাদারীপুর জেলা। বাশার মাতুব্বর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা যুবদল, রুবেল হাওলাদার সাবেক সহ সভাপতি জেলা ছাত্রদল, নাসির হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মাইদুল ইসলাম রানা মাদারীপুর জেলা ছাত্রদল, আলাউদ্দিন মুফতি প্রমুখ।
ডাক্তার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. লুৎফর রহমান বলেন, অসহায় ও দুস্থ যারা করোনায় আক্রান্ত হবে প্রাথমিক অবস্থায় তারা যদি হাসপাতালের ভর্তি হওয়ার সুযোগ না পায়, তারা এই ডেস্কের মাধ্যমে বিনামূল্যে সকল চিকিৎসা সেবা পাবে, সেবা প্রদানের জন্য তাদের একটি হট লাইন চালু করা হবে এবং প্রতিটি এলাকায় তাদের টিম কাজ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি তাদের এই কর্মসূচী সারাদেশেই পালন করবে। বি এন পি সব সময় গরীব মানুষের সেবা করে গেছে, ভবিষ্যতেও আমরা এভাবেই গরীব মানুষের সেবা করে যাবো।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত