মো.আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদুতে যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সসস্র বাহিনী দিবস পালন করছে লংগদু সেনা জোন।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১২টায় লংগদু জোনে স্থানীয় প্রশাসন,শিক্ষক,সাংবাদিক জনপ্রতিনিধি হেডম্যান কারবারিদের উপস্থিতিতে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন, লংগদু জোনের উপ-পরিদর্শক মেজর রিফাতুজ্জাকের, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দীন, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও আনোয়ারা বেগম, জেলা পরিষদের সদস্য আসমা বেগম সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য ১৯৭১-এর ২১শে নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। এ কারণে এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়। এই দিনে বঙ্গভবন,সামরিক বাহিনী সদর দফতর, ঢাকা সেনানিবাস এবং দেশের প্রতিটি সামরিক প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত