মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদুতে মাইনীমূখ বাজার হতে গাঁথাছড়া ব্রিজের নিচে বৈদ্যুতিক তারের সাথে দূরর্ঘটনায় নিখোঁজ ছামাদুলের লাশ উদ্ধারে সাহসী ভূমিকা রাখায় ৬নং মাইনীমূখ ইউপি সদস্য মোঃ কামাল হোসেন কমলকে সম্মাননা স্মারক প্রদান করেন লংগদু সেনা জোন।
মঙ্গলবার সসস্র দিবস উপলক্ষে লংগদু সেনা জোনের আলোচনা সভা ও প্রীতিভোজ শেষে এ সম্মাননা স্মারক প্রদান করেন লংগদু সেনা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের ।
এসময় আরো উপস্থিত ছিলেন ৩৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এ এস এম আজিম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু জোনের মেজর খালেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,হেডম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে গত ২৩ সেপ্টেম্বর মাইনীমূখ গাঁথা ছড়া ব্রিজের নিচ দিয়ে একটি টুরিস্ট ট্রলার যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সাথে শর্ট লেগে পানিতে পড়ে যায় মোঃ ছামাদুল ইসলাম, তাকে উদ্ধারে লংগদু ফায়ার বিগ্রেডে পর্যাপ্ত সরাঞ্জাম না থাকায় তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি। পরের দিন ৩৮ আনসার ব্যাটালিয়নে অধিনায়ক এ এস এম আজিম উদ্দিন এর নেতৃত্বে আনসারের চৌকস টিম সেনাবাহিনী, পুলিশ বাহিনীর টিম সহ কামাল হোসেন কমলের সাহসী ভূমিকার কারনে ছামাদুলের মরা দেহ উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল মাইনীমূখ বাজারে অগ্নি কান্ডে বাইট্টাপাড়া বাজারে অগ্নি কান্ড নিয়ন্ত্রণে অক্লান্ত ও সাহসী ভূমিকার জন্য তাকে লংগদু সেনা জোনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সম্মাননা স্মারক পেয়ে কামাল হোসেন কমলের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন আমি সম্মাননার জন্য কাজ করিনি আমি মানুষ হিসেবে আমার যে দায়িত্ব আছে তাই পালন করার চেষ্টা করেছি মাত্র । তবে সম্মাননা আমাকে কাজে আরো উদ্বুদ্ধ করবে। তিনি আরো বলেন যতদিন বেঁচে থাকবো ততদিন যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি সে দোয়া করবেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত