পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কমল কৃষ্ণ ধর। বুধবার (১৫ নভেম্বর) সকালের দিকে তিনি খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন। তিনি মাটিরাঙ্গা থানার বিদায়ী অফিসার ইনচার্জ মো. জাকারিয়া'র স্থলাভিষিক্ত হবেন।
জানা গেছে, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর সর্বশেষ কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সয়েল সাইন্স বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করার করার পর ২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন পুলিশ সাইন্স ডিগ্রী অর্জন করেন কমল কৃষ্ণ ধর।
নোয়াখালীর বেগমগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে বিভিন্ন থানায় উপ-পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে প্রথমে কুমিল্লা সদর দক্ষিণ থানা ও পরে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২২ সালের ৪ জুন দেবিদ্বার থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। কমল কৃষ্ণ ধর রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার বাসিন্দা।
মাটিরাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ
কমল কৃষ্ণ ধর বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। মাটিরাঙ্গার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করার মাধ্যমে মাটিরাঙ্গাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে কাজ করে যাব। এজন্য তিনি স্থানীয় সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত