হাবিবুর রহমান, লক্ষীপুর প্রতিনিধিঃ
বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে লক্ষীপুর জেলার রামগতি পৌরসভা বিএনপির নেতাকর্মীরা।
আজ সোমবার (২০ নভেম্বর) সকালে রামগতি পৌরসভার জমিদার হাট বাজার সংলগ্ন মহিলা কলেজ রোডে মিছিলটি বের করে পরে রাস্তায় আগুন জ্বালিয়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে নেতাকর্মীরা।
একজন নেতাকর্মী সূত্রে জানা যায় স্থানীয় বিএনপির সাবেক এমপি আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে উক্ত মিছিলের আয়োজন করে রামগতি পৌরসভা বিএনপি।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা পূর্ব মহানগর আহ্বায়ক সদস্য মুশফিকুর রহমান আবির, রামগতি পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহজাদা প্রিন্স,আ.স.ম আব্দুরব সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্বাস, যুগ্ম আহ্বায়ক সজিব পাটোয়ারী,যুব নেতা আলম আওলাদার,যুবনেতা আব্দুল বাসেত,টিটুসহ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের রামগতি উপজেলা বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক মিছিলকারীরা স্থান ত্যাগ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত