এশিয়া অঞ্চলের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো হঠাৎই পিছিয়ে দেয়া হলো এএফসি অঞ্চলের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। যদিও এরই মধ্যে বাছাই পর্বের ম্যাচগুলো খেলতে বাংলাদেশসহ বিভিন্ন দল প্রস্তুতি শুরু করে দিয়েছিল। কিন্তু হঠাৎই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। এএফসির ওয়েবসাইটে জানানো হয়েছে, বিভিন্ন দেশের করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে ২০২১ সালে ম্যাচ চারটির তারিখ নির্ধারণ করা হবে।
আগামী ৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো। এ জন্য প্রস্তুতি ও ক্যাম্প শুরু করে দিয়েছে বিভিন্ন দেশ। তবে এশিয়ায় করোনা পরিস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ম্যাচগুলো এ বছর আর আয়োজন করতে চায় না ফিফা। আর তাই বাছাই ম্যাচগুলো পিছিয়ে দেয়ার সিদ্ধান্তে আসে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। স্থগিত হওয়া ম্যাচগুলো আগামী বছর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফিফা।
তবে এখনও চূড়ান্ত হয়নি ম্যাচের সূচি। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের জন্য চলমান রয়েছে বাংলাদেশের ক্যাম্প। এ বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে বাফুফে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত