মোঃ সালাউদ্দিন, স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরের অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর মাধ্যমে গুইমারা বাজারে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করণে পরিস্কার- পরিচ্ছন্নতার কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সোমবার (২০ নভেম্বর) সকালে গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরীর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচী উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব চন্দ্র দাস, গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নির্মল নারায়ণ ত্রিপুরা, গুইমারা বাজার কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার শীল, গুইমারা বাজারের ব্যবসায়ী মোঃ শাহ আলম, রেজাউল করিম শুভ সহ বাজার কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মসূচীর উপকারভোগীগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ার পূর্বশর্ত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বাজারের যানজট নিরসন, ড্রেনের পানি নিষ্কাশন, ময়লা আবর্জনা পরিষ্কার, জনসচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সহ সকল বিষয়ে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত