মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান
অবৈধ বালু উত্তোলনের অপরাধে সাজ্জাদ মিয়া (২০) নামে এক বালু খেকোকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লামা এস এম রাহাতুল ইসলাম। রবিবার (১৯ নভেম্বর) বিকেলে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকায় অবৈধ বালু উত্তোলনকালে বিশেষ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রবিবার রাত সাড়ে ৭টায় এই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আটক বালু খেকো সাজ্জাদ মিয়া (২০) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকার মোঃ মহিউদ্দিন ও শহিদা বেগম এর ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম বলেন, লামা উপজেলায় সরকার অনুমোদিত কোন বালু মহাল নেই। অবৈধ বালু উত্তোলনের সংবাদ পেয়ে রবিবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর ১ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
তিনি আরো বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে। এছাড়া পাহাড় কাটা, পাথর উত্তোলনকারী কাউকে ছাড় দেয়া হবেনা। আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।