মোঃ সালাউদ্দিন, স্টাফ রিপোর্টার:
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি, মোঃ ইউচুপ ও সাধারণ, মোঃ নবী হোসেনকে দলীয় পদ থেকে সাময়িক পদ স্থগিত করা হয়েছে।
১৮ নভেম্বর (শনিবার) খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির চিঠিতে বলা হয়, বার বার তাগিদ দেয়া সত্বেও গুইমারা উপজেলা বিএনপি পূর্বের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের দায়িত্বে অধিষ্ঠিত থেকেও চলমান আন্দোলন সংগ্রামে সম্পূর্ণ অনুপস্থিত এবং অসহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাদের পদ সাময়িক স্থগিত করা হলো।
এবং পরবর্তী হরতাল - অবরোধ কর্মসূচী গুলোতে আপনাদের উপস্থিতি / সহযোগিতা পর্যবেক্ষণ পূর্বক যদি তা গ্রহনযোগ্য এবং সন্তোষজনক হয়, তবে আপনাদেরকে পুনরায় স্বপদে বহাল করা হবে, অন্যথায় স্হায়ীভাবে আপনাদের পদ স্থগিত করা হবে।
বহিষ্কারের চিঠির বিষয়ে জানতে চাইলে, সভাপতি মোঃ ইউচুপ মুঠোফোনে দৈনিক পার্বত্য কণ্ঠকে বলেন, বর্তমান সময়ে দল কে গতিশীল করার জন্য খাগড়াছড়ি জেলা বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে তিনি মনে করেন।
বহিষ্কারের চিঠির বিষয়ে জানতে চাইলে, সাধারণ সম্পাদকের মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে তা ব্যর্থ হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত