মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, (বান্দরবান)
কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ'র সাথে শান্তি আলোচনা ও বিভিন্ন বিষয়ে সমঝোতার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রোয়াংছড়ি ও থানচিতে আজ বিকেলে ৩২ টি পরিবারের ৯৫ জন সদস্য তাদের নিজ পাড়ায় ফিরে এসেছে। এসব পরিবারের গুলোকে সেনাবাহিনীর পক্ষ থেকে নানা সহায়ত দেওয়া হয়েছে। প্রায় ৯ মাস আগে এসব পরিবারগুলো আতঙ্কে নিজ এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নেয়।
স্থানীয়রা জানিয়েছে রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যং পাড়া, খানতাম পাড়া, ক্যপলং পাড়া সহ আশেপাশের এলাকা থেকে ২১ বম পরিবার এলাকায় ফিরে আসে। অন্যদিকে থামচি উপজেলার প্রাতা পাড়ায় ফিরে আসে ১১ পরিবার। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেহ্লাং, মারমা জানিয়েছেন কেএনএফ'র সাথে শান্তি আলোচনা পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তারা এখন এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে। পরিস্থিতির স্বাভাবিক হওয়ায় আশেপাশের পাড়া থেকে পালিয়ে যাওয়া পরিবারগুলো এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। তাদেরকে নানা সহায়তা দেওয়া হচ্ছে। এলাকায় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী জানিয়েছেন এর আগেও আশ্রয় নেওয়া পরিবারগুলোকে প্রশাসন থেকে সহায়তা দেওয়া হয়েছে। নতুন করে যারা এসেছে তারা যদি সহযোগিতা চায় প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। উল্লেখ্য গত বছরের অক্টোবরে পাহাড়ে নতুন গজিয়ে উঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ তৎপরতা শুরু করলে বান্দরবানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।
এ সংগঠনটির সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত পাঁচসেনা সদস্য সহ ২৬ জন নিহত হয়। তবে পরিস্থিতি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে কেএনএফ'র মধ্যে আলোচনা ও কয়েকটি বিষয়ের সমঝোতা হওয়ার পর এলাকার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে বলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত