খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সাপমারা নোনাবিলে নিজ জমিতে চাষাবাদ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩আহত ব্যক্তির মধ্যে আবদুল হালিম(৫০) চমেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কৃষক আবদুল হালিম তার দুই ছেলে রাকিবুল ইসলাম ও রিফাত ইসলামকে নিয়ে বুধবার(১৪ই জুলাই) সকালে হালচাষের জমির পাড় পরিস্কার করতে গেলে পাশ্ববর্তী টিলায় বসবাসরত পূর্ণ কুমার ত্রিপুরা ও তার ছেলে বিমল কুমার ত্রিপুরার হামলার শিকার হয়।
এসময়, আবদুল হালিম(৫০), ছেলে রাকিবুল ইসলাম(২৫), রিফাত ইসলাম(২২) গুরুত্বর আহত হয়।
খবর পেয়ে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডাঃ মহিউদ্দিন আহত তিন জনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় আবদুল হালিম ও ছেলে রাকিবুল ইসলামকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন আবদুল হালিম মৃত্যু বরণ।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শাহনূর আলম জানান, জমির পাড় নিয়ে পুরানো বিরোধে সংঘটিত ঘটনার চিকিৎসাধীন আবদুল হালিম মারা গেছে। এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত