মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান
বান্দরবানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শ্রমিক নিহত ও ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বান্দরবান কেরানীরহাট সড়কের টিটিসি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মোঃ আহম্মদ রশ্মিদ (৬০)। সে শহরের কালাঘাটা এলাকার আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ট্রাকে করে ৭/৮ জন রেইছা এলাকায় যাওয়ার পথে টিটিসি এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে শ্রমিক আহমদ রশিদ নিহত হয়। আহত হয় অপর সাত শ্রমিক। এদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তার নাম জয়নাল উদ্দিন (২৬)।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জলিল জানিয়েছেন দুর্ঘটনার পর ট্রাকেট চালক পলাতক রয়েছে।