সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধ
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল। উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর, হাজী গফুর মন্ডল পাড়া’র মৃত জমির শেখ এর ছেলে মো. সালাউদ্দিন শেখ (৪৩)।
জানাযায়, মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর, হাজী গফুর মন্ডল পাড়া সাকিনস্থ গ্রেপ্তারকৃত মাদক কারবারি’র নিজের মুদি দোকানের পিছনে শুকনো ভুট্টা গাছের স্তুপ থেকে ৫২৫ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে।
বুধবার (১৫ নভেম্বর) এক প্রেস নোটের মাধ্যমে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।