আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ট্রিপল মার্ডার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সহিদ উল্যাহ সহিদকে (৩৫) প্রায় ১৭ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১৪ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া, উপ-পরিদর্শক আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক হাবিবুর রহমান উপজেলার শ্রীয়াং এলাকা থেকে আসামী সহিদ উল্যাহ সহিদকে গ্রেফতার করে। বুধবার (১৫ নভেম্বর) সকালে ওই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সহিদ উল্যাহ উপজেলার শ্রীয়াং গ্রামের এয়াকুব আলীর ছেলে।
মামলা ও থানা সুত্রে জানা যায়, ২০০৭ সালের ৬ জানুয়ারি প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশার একটি রাতে মৃত্যুদন্ডপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামি সহিদ উল্যাহসহ আরো কয়েকজন ডাকাতি করার উদ্দেশ্যে কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং এলাকার বদির পুকুর পাড় সংলগ্ন একটি জঙ্গলে লুকিয়ে ছিলো। এসময় উপজেলার শ্রীয়াং ও রাজাপুর বাজার থেকে দোকান বন্ধ করে কাচাঁমাল ব্যবসায়ী মনিন্দ্র দেবনাথের ছেলে উত্তম দেবনাথ ও পরীক্ষিত দেবনাথ এবং পান ব্যবসায়ী সামছুল হকের ছেলে বাচ্চু মিয়া বাড়ি ফিরছিলেন। তারা বদির পুকুর পাড় এলাকায় এসে পৌঁছালে পথে ডাকাতির উদ্দেশ্যে সহিদ উল্যাহসহ একাধিক ব্যক্তি তাদের গতিরোধ করে সাথে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ার চেষ্টা চালায়। এসময় ডাকাতদের বাধা দিলে ওই ৩ ব্যবসায়ীকে মাঠে নিয়ে চাপাতি ও ছোরা দিয়ে গলা কেটে নিমর্মভাবে হত্যা করে।
ওই ঘটনায় ভিকটিমের ভাই কবির হোসেন বাদী হয়ে ২০০৭ সালের ৭ জানুয়ারি লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত আসামী সহিদ উল্যাহসহ দায়ীদেরকে মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন। ঘটনার পর থেকে সহিদ উল্যাহ পলাতক ছিলেন। লাকসাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত