• শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে সেনা জোন লংগদুতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত লংগদুতে ইউপি সদস্য রূপচান,র, পদ ত্যাগের দাবিতে মানববন্ধন

যশোরের ১০ ট্রেনে ভর্তি করে খুলনার পথে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা, যশোর, প্রতিনিধি / ২৩৩ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা যশোর প্রতিনিধি

আজ সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউস মাঠে জনসভা করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুর ২টায় তিনি জনসভাস্থলে ভাষন দিবেন।

প্রধানমন্ত্রীর এ জনসভায় যোগ দিতে দশটি ট্রেনে করে খুলনার পথে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের ব্যাপক আনন্দ উল্লাস করতে দেখা যায়।

সোমবার সকালে যশোর রেলস্টেশনে দেখা যায়, বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্টেশনে ভিড় করছেন। একের পর এক খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দশটি ট্রেনে করে তারা খুলনায় জনসমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। যশোর স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি সকাল সাড়ে ৯টায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

শহরের চোপদারপাড়া এলাকার বাসিন্দা সেলিম হোসেন বলেন, অনেক উৎসাহ নিয়ে আজ প্রধানমন্ত্রীর জনসভায় যাচ্ছি। প্রধানমন্ত্রীকে একনজর দেখবো এটাই অনেক পাওয়া আমাদের জন্য।

যশোর টার্মিনাল এলাকার বাসিন্দা মিলন বিশ্বাস বলেন, ট্রেনেও লোক ধরছে না। এতো লোক যশোর থেকে খুলনায় সমাবেশে যাচ্ছে। এটি দেখেও অনেক আনন্দ লাগছে।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন জানান,প্রধানমন্ত্রীর জনসভায় যশোরের নেতাকর্মীদের যোগদান করার জন্য সকাল ৮টায় যশোর থেকে পর পর ১০টা যাত্রীবাহী ট্রেন নেতাকর্মীদের নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর মধ্যে অভয়নগর থেকে ২টি ট্রেন, বেনাপোল থেকে ২টি ট্রেন ও যশোর সদর থেকে ৬টি ট্রেন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে খুলনা উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়াও যশোরের বিভিন্ন উপজেলা থেকে এক হাজার বাস নেতাকর্মীদের নিয়ে সমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ