আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি :
কেন্দ্র ঘোষিত ৪র্থ দফার ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী'র শেষ দিবসে- ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ,কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা,আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধের দাবীতে- বাংলাদেশ জামায়াতে ইসলামী'র পক্ষ থেকে ঘোষিত ২'দিনের সড়ক,নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে অবরোধ কর্মসূচী'র শেষ দিবসে সিরাজগঞ্জের-বেলকুচি-মুকুন্দগাঁতী সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় অবরোধ কর্মসূচী'র সমর্থনে রাস্তায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে অবরোধ সমর্থকেরা। পরে,একটি বিক্ষোভ মিছিল মুকুন্দগাঁতী সড়ক প্রদক্ষিণ করে চন্দনগাঁতী বাজারে এসে শেষ হয়।
আজ (১৩ নভেম্বর) রোজ সোমবার সকালে
বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা সেক্রেটারি জননেতা আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে অবরোধ কর্মসূচীতে এ সময় আরও উপস্থিত ছিলেন,জামায়াত নেতা ছানাউল্লাহ,হাসমত আলী, মঞ্জুরুল আলম, ইন্জি,শাহাদাজ্জামান সবুজ মিয়াজী,শ্রমিক নেতা জয়নাল আবেদীন,ছাত্রনেতা আরশেদ আলী, আরিয়ান ও রাসেল তালুকদার প্রমূখ। শান্তিপূর্ণ অবরোধ কর্মসুচি'র পথসভায়, জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল তাঁর বক্তৃতায় পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, বেলকুচিতে গণগ্রেফতার বন্ধ করতে হবে।
গত কয়েক দিনে পুলিশ বেলকুচি'র অসংখ্য নেতা-কর্মী ও নিরপরাধ সাধারণ মানুষকে গ্রেফতার করে চরম সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তিনি,পুলিশ ও আওয়ামী দমন-পীড়ন, মামলা-হামলা ও গণগ্রেফতার বন্ধ করে অবিলম্বে সকল নেতা-কর্মীসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষের প্রতি উদাত্ত আহবান জানায়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত