মোঃ মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্গম জারুলছড়ি হেডম্যান পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী।
১১ নভেম্বর সকাল এগারোটায় ২০৩ পদাতিক বিগ্রেডের আয়োজনে ও ৪ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৪ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিস ইসলাম (ওএসপি, পিএসসি), আরএমও ক্যাপ্টেন মো. মুস্তাফিজুর রহমান প্রমূখ।
দুর্গম এলাকার শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করায় ২০৩ পদাতিক বিগ্রেড ও ৪ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা জানান, উপকার ভোগী ও স্থানীয় জনপ্রতিনিধি সহ আরো অনেকেই।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত