স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষথেকে খাগড়াছড়ির গুইমারাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্থদের মাঝে,বহুমুখি নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূর্ণবাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্ত নিদিষ্টকরণ ও পূর্ণবাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শেখ হাসিনা বেঁচে থাকলে দেশে বহুমুখি উন্নয়নসহ সকল কিছু করা সম্ভব।বাংলাদেশ আমাদের,আমরা সকলে মিলে শেখ হাসিনার নেতৃত্বে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো।দেশের শান্তি,সম্প্রীতিসহ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান তিনি।
৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামীগ সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা,ক্যাজরী মারমা,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
অন্যদের মধ্যে গুইমারা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,গুইমারা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ,গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল,উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল আলম শুভসহ স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক হেডম্যান কার্বারী,জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি ন্যাশনালর ডিজাস্টার রেসপন্স টিমের দুজন সদস্য ও যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের যুব সেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,ইউনিট লেভেল অফিসার আবদুল গনি মুজুমদার। রেডক্রিসেন্টে সোসাইটির পক্ষ থেকে ২শত ১৪টি পরিবারের মাঝে নগদ ৬ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত