প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৩, ৫:৫৬ পি.এম
খাগড়াছড়িতে সমাজসেবার উদ্যোগ ‘নারী নির্যাতন প্রতিরোধে করনীয়’ বিষয়ক সেমিনার
সেমিনারে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম।
প্রবন্ধে নারী নির্যাতনের বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করে উপ-পরিচালক জানান, বিশ্বে প্রতি বছর ৮লাখেরও বেশি আত্মহত্যা হয়, তার মধ্যে আমাদের দেশে প্রতিবছর আত্মহত্যা হয় প্রায় ১০ হাজার। আর আত্মহত্যায় বর্তমানে বাংলাদেশের অবস্থান দশম।
নারী নির্যাতনের শিকার হয়ে নারী আত্মহত্যার পথ বেচে নেয়, সাধারণত ১৪ থেকে ৩০ বছর বয়সী নারীর আত্মহত্যার প্রবণতা বেশি।
নারী নির্যাতন প্রতিরোধে ৭টি সেবা নিয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), জাতীয় হেল্প লাইন ১০৯, মোবাইল এ্যাপ 'জয়'মতো অনেক সেবা বর্তমানে চালু রয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত