রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদীঘি এলাকায় আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় তসলিম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই হামলায় তসলিমের ছেলে নয়নও (২২) গুরুত্বর আহত হয়েছেন।
বুধবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সোনাদীঘি আদাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান আত্মীয়ের জানাজা শেষ করে বাড়ি ফিরছিলেন তসলিম উদ্দিন ও তার পরিবারের কয়েকজন। পথিমধ্যেই প্রতিবেশী প্রতিপক্ষ আবদুল কাদের মিনুর সাথে তাদের দেখা হয়। প্রতিপক্ষ মিনু জমি সংক্রান্ত বিষয় নিয়ে তসলিমকে অকথ্য ভাষায় গালিগালাজ শোনালে তাদের বাকবিতন্ডা হয়। এ অবস্থায়
মিনু তার লোকজন নিয়ে তসলিম উদ্দিন ও তার ছেলের ওপর হাসুয়া ও চাকু দিয়ে হামলা চালান। এতে তসলিম ও তার ছেলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তসলিমকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার ওসি বলেন, ‘হামলাকারী মিনুর এক ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের অন্য সবাই পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে। আর নিহত তসলিমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় একটি হত্যা মামলা হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত