আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিরাজগঞ্জ যমুনানদীতে আইন অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ নিধন করায় দায়ে ৭ জেলের জরিমানা জাল পুড়িয়ে ধ্বংস করার পর আটককৃত ইলিশ মাছ গুলো এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২ নভেম্বর) ভোর হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর অংশে যমুনা নদীতে "মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩"- সফলকরণের নিমিত্ত যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান ।
এসময় অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ সহ ৭ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৭ জনকে ১৬,০০০/- হাজার টাকা জরিমানা করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. রকিবুল হাসান।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন করেন -সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
এসময় আটককৃত ইলিশ মাছ এতিমখানা মাদ্রাসায় বিতরণ ও আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জহিরুল ইসলাম এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই মোঃ সোহেল রানা ও তাঁর টিম।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত