আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাহাড় কাটার হিড়িক চলছে! বাটনাতলী এলাকায় পাহাড় কাটায় বাঁধা দেয়ায় এক ইউপি সদস্য ও তাঁর স্কুল পড়ুয়া পুত্রকে বেধরক মারধর করে হাসপাতালে পাঠিয়েছে মাটি খেঁকো দুর্বৃত্তরা!
আহত ইউপি সদস্য পারভীন আক্তার উপজেলার বাটনাতলী ইউনিয়ন পরিষদের ১,২,৩ ওয়ার্ড সদস্য। স্বামী পরিত্যক্তা ও অসহায় এই ইউপি সদস্যের দূর্বিসহ ও অমানবিক জীবন-যাপনের করুণ পরিনতি দেখে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান সম্প্রতি ওই ইউপি সদস্যকে একটি ঘর উপহার দেন।
বুধবার রাতে ইউপি সদস্যের টিলার মাটি কেটে নিতে আসেন মাটি খেঁকো মো. শরিফুল ইসলাম ও মো. শরীফুল ইসলাম ওরফে রশিদ।
এতে ইউপি সদস্য পারভীন আক্তার ও তাঁর স্কুল পড়ুয়া( এসএসসি পরীক্ষার্থী)মো. ফখরুদ্দিন(১৭) বাঁধা দিতে গেলে মা,ছেলেকে বেধরক মারধর করে আহত করা হয়! আহতের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মাটি খেঁকোরা পালিয়ে যায়! পরে স্থানীয় রাত ১০ টা নাগাদ আহত ইউপি সদস্য পারভীন আক্তার ও পুত্র মো. ফখরুদ্দীনকে হাসপাতালে এনে ভর্তি করেন। চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, আহত কিশোর মাথায় এবং ইউপি সদস্যের পাঁজর,বামহাতে মারাক্ত জখম হয়েছে। চিকিৎসা চলছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মো. আনচারুল করিম, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত