আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জেলা পরিষদ ও কৃষি বিভাগের উদ্যোগে ৮০০ কৃষক-কৃষাণীর মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ এবং জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।
১নভেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে এবং কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহিউদ্দিন আহমদ।
এ সময় জেলা পরিষদের উদ্যোগে ৫০০ জন কৃষক-কৃষাণীকে ৮ ধরণের ( লাউ, বেগুন, শিম, মুলা, বরবটি, পালংশাক,লালশাক,কলমি শাক) সবজি বীজ এবং কৃষি বিভাগের উদ্যোগে প্রণোদনা হিসেবে ২৮০ জনকে সরিষা, ভূট্টা, সূর্যমূখী, চীনাবাদাম ও প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন উপলক্ষে শ্রেষ্ট ইঁদুর নিধনকারী মো. রমিজ আলীকে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত