আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
বিএনপি ও জামায়াতের ডাকে রোববার চলমান হরতালে খাগড়াছড়ির প্রবেশদ্বার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দূরপাল্লার কোন গাড়ী চলাচল না করায় সড়ক ফাঁকা! পিকেটিং ছাড়াই চলছে হরতাল! চট্টগ্রামমুখী কিছু গাড়ি পুলিশ প্রহরায় গন্তব্যমূখী। এদিকে হরতাল মানি না, মানব না। এই শ্লোগানে আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হরতাল বিরোধী মিছিল বের করেছে।
রোববার সকাল থেকে জেলার প্রবেশদ্বার মানিকছড়ি উপজেলার মহামুনি বাসস্ট্যান্ড ফাঁকা! দূরপাল্লার কোন গাড়ি সড়কে যাতায়াত না করায় সিএনজি অটোরিকশা চালকেরাও অলস সময় কাটাতে দেখা গেছে। সড়ক হরতাল আহবানকারী বিএনপি বা সমমনা কেউই সড়ক না আসলেও আতংকে চালকেরা সড়কে বাস,ট্রাক, জীপ বা সিএনজি অটোরিকশা নামায়নি! ফলে চট্টগ্রাম থেকে কোন গাড়ী দুপুর পর্যন্ত জেলায় প্রবেশ করেনি। তবে বেলা সোয়া ১১ টায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনসহ সিনিয়র নেতৃবৃন্দ হরতাল বিরোধী মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করেছে। খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমূখী কয়েকটি গাড়ি পুলিশ প্রহরায় মানিকছড়ি পার হতে দেখা গেছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত