পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাচারকালে তিন‘শ ষাট বস্তা সরকারী রেশনের চাল জব্দ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় পাচারের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে মাটিরাঙ্গা বাজারের পুলিশ বক্সের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো, মাটিরাঙ্গার তবলছড়ির করিম মাষ্টারপাড়ার মৃত: আব্দুল বারিকের ছেলে মো. আলমগীর হোসেন (৩৪) ও মানিকছড়ির বাটনাতলির বাঞ্চারাম পাড়ার আব্দুর রহিমের ছেলে সেকান্দার আলী ওরফে সোহেল ড্রাইভার (৩৫)। দ্বিতীয়জন সরকারী চাল পাচারকাজে ব্যবহৃত ট্রাকের চালক।
জানা গেছে, মাটিরাঙ্গার তবলছড়ি থেকে চোরাচালানের একটি ট্রাক ভর্তি সরকারী রেশনের চাল চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা শৈলেন্দ্র লাল চাকমার দেয়া সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৪টার দিকে মাটিরাঙ্গা বাজারের পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় অভিযান চালিয়ে তিন'শ ষাট বস্তা সরকারী রেশনের চাল চালবোঝাই ট্রাক (চট্টমেট্টো ট ১১-৭৬৯৪) জব্দ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। আটককৃত চালের বর্তমান বাজার মূল্য ছয় লাখ চুরাশি হাজার টাকা।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া বলেন, এ ঘটনায় শুক্রবার বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা শৈলেন্দ্র লাল চাকমা বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (১)/২৫ ঘ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত