আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলা বেলকুচিতে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ও দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ অক্টোবর) শুক্রবার জুমার নামাজ পর বেলকুচি উপজেলা বিভিন্ন স্থান থেকে মুকুন্দগাঁতী বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি থানার সামনে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন, বিক্ষোভ সমাবেশ আয়োজন কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক হাফেজ
মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি মাওলানা মোঃ আঃ সামাদ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বিক্ষোভ মিছিলে ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও! আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইসরাইলি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্যাতন চালিয়ে আসছে। নির্বিচারে হত্যা করছে ফিলিস্তিনে মানবিক বিপর্যয় শুরু হয়েছে। চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। ইসরাইল বর্বরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে বেলকুচি উপজেলায় বিভিন্ন এলাকার হাজার হাজার ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানগন অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত