সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ৩ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ২৫শে অক্টোবর সন্ধায় অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান,আজ দুপুরে বরকত সরদার পাড়া সাকিনস্থ কে.কে.এস সেভ হোম এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট চলাকালে, গোয়ালন্দ টু ফরিদপুর গামী যাত্রীবাহী বাসে যাত্রীবেশী মাদক ব্যবসায়ী, ঢাকা জেলার শাহআলি থানার নবাবের বাগ এলাকার তোতা মিয়ার ছেলে ১। মোঃ সুরুজ মিয়া @ সুরুজ বেপারী (৪০)’ও ফরিদপুর জেলার সদরপুর থানার
হাট কৃষ্ণপুর গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে
২। ইউসুফ বেপারী (২৮) ‘কে ৩ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল সহ আটক করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমানিক ৯ লাখ টাকার বেশি। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা জানান,জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ঢাকা থেকে কম দামে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্য ফরিদপুর নিয়ে যাচ্ছিলো। পরে আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।