মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)
রাঙ্গামাটি জেলা প্রশাসন কতৃক প্রবল ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে জানমালের ক্ষতি এড়াতে বুধবার সকাল থেকে অনিদিষ্ট কালের জন্য কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা এসেছে। এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার দুপুরে এই নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন' এর প্রভাবজনিত কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে আগামী ২৫ অক্টোবর ২০২৩ তারিখ বুধবার ভোর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। তারসাথে যে কোন জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধও করা হয় বিজ্ঞপ্তিতে।
অপরদিকে ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে সকাল থেকে রাঙামাটিতে ঝিরিঝিরি বৃষ্টিপাত অব্যহত রয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত