সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে একটি মোটরসাইকেল ও ০৪টি মোবাইল ফোনসহ ০১ জন প্রতারক গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ২৩শে অক্টোবর দুপুরে অভিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, ২২শে অক্টোবর বিকালে দৌলতদিয়াস্থ ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর সরকারি কর্মচারী না হয়েও নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দিয়ে এবং সরকারি কর্মচারীর বেশ ধারণ করে, সিগন্যাল গাড়ী থামিয়ে গাড়ী তল্লাশী করাকালে প্রতারক রফিকুল ইসলাম সজিব (৪১),কে একটি লাল ও কালো রংয়ের HONDA ব্রান্ডের CB HORNET 160 CC মোটর সাইকেল, যাহার মূল্য অনুমান ২ লাখ টাকা, এবং ৩টি বাটন ফোন একটি VIVO Y21 এনড্রয়েট ফোনসহ গ্রেফতার করেন।
সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দক্ষিণবাড়ী গ্রামের মৃতবআঃ মান্নান শেখ এর ছেলে। কুখ্যাত ওই প্রতারক রফিকুল এর বিরুদ্ধে পূর্বের ০১ টি প্রতারণা মামলা রয়েছে। পরে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত