আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রাচীন সনাতনী শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।
মঙ্গলবার দুর্গোৎসবের বিদায়ী সূর সন্ধ্যায় খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর সপরিবারে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আসেন। এ সময় মন্দির ও পূজা উদযাপন কমিটি ফুলেল শুভেচ্ছায় অতিথিদের বরণ করেন। পরিদর্শনকালে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেন ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় সহকারী পুলিশ সুপার এ.কে.এম কামরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাদল কান্তি সেন, সাধারণ সম্পাদক তুষার পাল, পূজা উদযাপন কমিটির সভাপতি আদিত্য ভট্টাচার্য লিংকন, সাধারণ সম্পাদক সমীর দেবসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।